বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে ভূজপুর পোদ্দারপাড়ায় (শীল বাড়ি) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও কম্বল বিতরণ করা হয়। সমপ্রতি বাগীশিক নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নগদ ২০ হাজার টাকা ও ১০টি কম্বল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. সুব্রত কুমার চৌধুরী, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, রূপক দে, সুমন কুমার বণিক, রুবেল বিশ্বাস, উজ্জ্বল নাথ, মাস্টার আশীষ চক্রবর্তী, অমর বণিক, আদিত্য সৈকত, প্রভাষক রূপন দাশ, জয়ন্ত দাশ, ছোটন নাথ, প্রভাত বণিক, উজ্জ্বল শীল, মাস্টার লিটন মহাজন, টিটু মহাজন, প্রবীর কুমার আচার্য্য, বাবুল দেব, টিটু কুমার দেব, মাস্টার অরুণ কান্তি মহাজন, মাস্টার রনজিৎ চক্রবর্তী, অপু কুমার দে, শান্তু দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।