লেখক-প্রকাশকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ হতে পারে প্রকাশনা শিল্প

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করতে লেখক-প্রকাশকদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল বুধবার নবম দিনে ‘প্রকাশনা শিল্পে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।
সৃজনশীল প্রকাশক পরিষদ চট্টগ্রামের সভাপতি শাহ আলম নিপুর সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গবেষক মোহাম্মদ জামাল উদ্দিন। মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক আবুল কালাম বেলাল, আলোচনায় অংশ নেন পরিষদের সহ সভাপতি প্রকাশক নুরুল আবসার, প্রকাশক ও শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, কবি মনিরুল মনির, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আজিজ রাহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি আইয়ুব সৈয়দ, লেখক রেবা বড়ুয়া, অধ্যাপক মৃণালিনী চক্রবর্ত্তী, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, সংগঠক এম কামাল উদ্দিন, লেখক রফিক আহমদ খান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সংগঠক এস এম আবদুল আজিজ, অনুবাদক ফারজানা রহমান শিমু, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কবি মনজুর আহমেদ, ছড়াকার সাইমুম পাশা মামুন, শিল্পী কাকলী দাশ, কাব্য দাশ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

পূর্ববর্তী নিবন্ধউদ্দীপ্ত তরুণ সংঘের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধভূজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান