ভুয়া কাগজপত্রে চাকরি, প্রভাষকের এমপিও বাতিল, অব্যাহতি

রাউজান সরকারি কলেজ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অর্পন কান্তি ব্যানার্জিকে (ইনডেক্স নং৬১৭৭০৫) কলেজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভুয়া কাগজপত্র জমা করে এই কলেজে চাকুরি নিয়েছিলেন। দীর্ঘ প্রায় দুই বছর তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার এমপিও বাতিল করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।

জানা যায়, প্রভাষক অর্পন কান্তি ব্যানার্জি গত ২০০৩ সালের ১ এপ্রিল এমপিওভুক্ত হয়েছিলেন। রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধরী এ প্রসঙ্গে বলেন, অর্পন কান্তির নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে অনেকাংশে ঘষামাজা ছিল। তদন্তে নিয়োগটি যথাযত হয়নি বলে, তদন্তকারীরা রির্পোট দেয়ার পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরাভ ‘খুনের আসামি’ জেনেই দুবাই গেছেন সাকিব : ডিবি
পরবর্তী নিবন্ধবে-ক্রুজে মারধরের ঘটনায় অর্থনীতি সমিতি ও চবি শিক্ষক সমিতির প্রতিবাদ