ভুল বানানের সংশোধন কোথায়?

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

বাংলা আমাদের মাতৃভাষা। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য জীবন দিয়ে বাংলাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু এই বাংলা ভাষাকে আমরা বলার ও লেখার ক্ষেত্রে কি শুদ্ধভাবে ব্যবহার করছি? না, করছি না। এমন কী রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের নাম ফলকে লেখা বাংলা বানানটাও অশুদ্ধ। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন শপথ পাঠ করাচ্ছিলেন তখন তার সামনের লেকচার ডেস্কের লেখাটা ছিলো এভাবে ‘মুজিবর্ষ’। এখানে লেখাটা শুদ্ধ করে লিখলে হয় ‘মুজিববর্ষ’। ইদানীং এই বানান বিভ্রাট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে এমন বাংলা বানানের ভুল অহরহ দেখা যায়।
কিন্তু এসব ভুল বানান কি সংশোধন করা যায় না? একটু সচেতন হলেই তো এসব বানানের ভুল এড়ানো যায়। আমরা বাঙালি, আমরাই বাংলা ভাষার ধারক ও বাহক। সুতরাং আমাদের জন্য একজন বাঙালি হিসেবে শুদ্ধভাবে বাংলা ভাষা লিখতে ও বলতে পারা একান্ত আবশ্যক। তাই আমাদেরকে ভাষার বানানের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে এবং ভুলগুলো শুদ্ধ করার চেষ্টা করতে হবে। বলাবাহুল্য যে, আমরা অনেকেই এখনো ভুল লিখতেও ভুল করি। ইংরেজি ভাষার চর্চা করি ঠিকই কিন্তু বাংলা ভাষার চর্চা করি না। তাই শিক্ষার্থীসহ সর্বস্তরের বাঙালিদের বাংলা ভাষার চর্চা আরো বাড়াতে হবে।

মো: জোবাইদুল ইসলাম,
শিক্ষার্থী,
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা,
মিরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধউপেন্দ্রকিশোর রায় চৌধুরী : বাংলা শিশুসাহিত্যের অগ্রপথিক
পরবর্তী নিবন্ধমাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের শপথ যেনো রক্ষা করি