নগরীর নিউমার্কেট মোড় থেকে মো. তানভীর শরীফ নামের এক ভুয়া সমন্বয়ককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে তানভীর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, আটক মো. তানভীর শরীফ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেছেন। অথচ তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আন্দোলনকারী সেজে তথ্য পাচার করছিলেন তিনি। আন্দোলনকারীরা জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পর মো. তানভীর শরীফকে চ্যালেঞ্জ করা হয়। তার ফেসবুক আইডিতে স্বৈরাচারের পক্ষে বিভিন্ন পোস্ট রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, ছাত্র আন্দোলনের বিজয়কে অনেক দুষ্কৃতকারী নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে এমন একজনকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।