মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বুধবার ভুটানকে ফিরতি লেগের ম্যাচে ১-০ গোলে হারিয়েছে নেপাল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। আগামী শুক্রবার ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
এ ম্যাচটি হয়ে উঠেছে ফাইনাল। প্রথম লেগে নেপালের বিপক্ষে ১-০ গোলের হারের প্রতিশোধ নিতে পারলে শিরোপা স্বাগতিকদের। ভুটানের বিপক্ষে নেপালের ন্যুনতম ব্যবধানের জয়ে নতুন করে আশা জেগেছে গোলাম রব্বানী ছোটনের দলের।
তবে এই সম্ভাবনা সত্যি করতে হলে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম লেগে ভুটানকে ৭-০ ব্যবধানে হারিয়েছিল নেপাল। পরের দুটি জয় তাদের ১-০ গোলের। অন্যদিকে নেপালের বিপক্ষে হারলেও ভুটানকে দুই লেগ মিলিয়ে ১৭ গোল দিয়ে জিতেছিল বাংলাদেশ।
ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নেপালের (+৯) চেয়ে গোল পার্থক্যে ঢের এগিয়ে বাংলাদেশ (+১৬)। ফিরতি লেগে ন্যূনতম ব্যবধানে জিতলে ২০১৭ সালের পর ফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ট্রফি বাংলাদেশের।