ভিনিসিউসের ৯৮ মিনিটের অসাধারণ এক গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

ষষ্ঠ স্থানে নেমে যাওয়া থেকে স্রেফ কয়েক মিনিট দূরে ছিল ব্রাজিল। সেই সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিউস জুনিয়র। ভাগ্যেরও একটু ছোঁয়া পেলেন এই তারকা ফরোয়ার্ড। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকালে ঘরের মাঠে ২১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। রাফিনিয়া শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান কলম্বিয়ার লুইস দিয়াস। পরে অন্তিম সময়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিউস। গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২১ গোলে হেরেছিল ব্রাজিল। ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন রাফিনিয়া। ভিনিউসিউসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বঙে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। আট মিনিট পর রদ্রিগোর আড়াআড়ি শট বেরিয়ে যায় দূরের পোস্টের কাছ দিয়ে। আগাত পেয়ে ২৭তম মিনিটে মাঠ ছাড়েন জেহসন। তার জায়গয় নামেন জোয়েলিন্তন। ১৩ মিনিট পর ম্যাচে সমতা ফেরান দিয়াস। এই গোলে দায় বেশি জোয়েলিন্তনের। মার্কিনিয়োসের কাছ থেকে নিজেদের ডি বঙের বাইরে বল পেয়ে শট নিতে দেরি করেন এই মিডফিল্ডার। কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে বল হারান তিনি। হামেস রদ্রিগেসের পা ঘুরে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন দিয়াস। ব্রাজিলের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছিলেন লিভারপুলের এই ফরোয়ার্ড। গোল দুটির বাইরে দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান ভিনিসিউস। ৪৭তম মিনিটে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কামিলো ভার্গাস। ছয় মিনিট পর ডাবল সেভে সমতা ধরে রাখেন কলম্বিয়া গোলরক্ষক। রাফিনিয়ার পর ভিনিসিউসের শটও ঠেকিয়ে দেন ভার্গাস। ৬৩তম মিনিটে রদ্রিগেসের ফ্রি কিকে দাভিনসন সানচেসের শট বেশ উপরে উঠে গেলে ফিস্ট করেন আলিসন বেকার। সেটাতে খুব একটা জোর না থাকায় যায়নি বেশিদূর, স্বাগতিকদের একজনের পায়ে লেগে জড়ায় জালে। তবে ফিস্ট করার সময় হেফারসন লের্মা ব্রাজিল গোলরক্ষককে ফাউল করায় মেলেনি গোল। দুই মিনিট পর দারুণ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। ভিনিসিউসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড। ৭১তম মিনিটে মাথায় সংঘর্ষে চোট পান আলিসন ও সানচেস। কিছুটা সময় শুয়ে থাকেন দুইজনই। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার। চালিয়ে যেতে পারেননি আলিসনও, হেঁটে মাঠ ছাড়া ব্রাজিল গোলরক্ষকের জায়গায় নামেন বেন্তো। আক্রমণপাল্টা আক্রমণে এরপর দারুণ জমে ওঠে লড়াই। ৮৪তম মিনিটে অনেক উপর দিয়ে মেরে দলকে হতাশ করেন জোয়েলিন্তন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে পোস্টে লেগে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গিয়ের্মে আরানা। হেডও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এর কয়েক সেকেন্ড পর দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিউস। ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক। তবে ভাগ্যেরও বেশ সহায়তা ছিল এই গোলে। মাঝপথে সফরকারীদের একজন হেড করে দিক পাল্টে না দিলে হয়তো নাগালেই পেতেন ভার্গাস। এই গোলে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া।

পূর্ববর্তী নিবন্ধফিদে মাস্টার মালেক চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধটানা ৬ জয়ে শীর্ষে আবাহনী