ভিজিএফের খাদ্যশস্য পেল ১৫৬০ মৎস্যজীবী পরিবার

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় হালিশহরের আনন্দ বাজারে জাটকা রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপসহকারী পরিচালক মাইসূরা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, বিশেষ অতিথি ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক বিক্রমজিত রায় এবং জেলে প্রতিনিধি হিরন্দ্র দাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, ইলিশ উৎপাদনে ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। তাই জাটকা রক্ষায় মৎস্যজীবীদের এগিয়ে আসতে হবে। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সাগরে অবৈধ জাল ও খুঁটি অপসারণে মৎস্যজীবী ও জেলেদের সার্বিক সহযোগিতা করতে হবে।
সচেতনতা সভা শেষে জাটকা আহরণ থেকে বিরত থাকা চট্টগ্রাম মহানগরে ১৫৬০ মৎস্যজীবী ও জেলে পরিবারের মাঝে পরিবারপ্রতি ৪০ কেজি করে ৬২ হাজার ৪০০ কেজি ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির এসএসসি ৯৩ ব্যাচের মিলনমেলা
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া