বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম বেপারী পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া (৭৫) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। গতকাল বা’দ যোহর বেপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার মোজাম্মেল হকের নেতৃত্বে ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষ থেকে একটি শোক ক্রেস্ট প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্‌ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন ও সৈয়দ আহমদ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু প্রমুখ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিজিএফের খাদ্যশস্য পেল ১৫৬০ মৎস্যজীবী পরিবার
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসির বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সভা