লক্ষ্মীপুর শহরে এক বৃদ্ধা ভিক্ষুকের কোলে ছয় মাসের একটি ছেলেকে রেখে গেছেন এক নারী, পরে আর ফিরে আসেননি। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শহর ফাঁড়ির পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে।
বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি ভিক্ষা করেন। হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেন। ‘একটু আসি’ বলে ওই নারী দুই ঘণ্টায়ও ফেরেননি। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়েছেন। বৃদ্ধা ওই নারীকে চেনেন না।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা শিশুটিকে নিয়ে বসেছিলেন। পরে শিশুটিকে রেখে ‘তার মা’ পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান বৃদ্ধা। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর বিডিনিউজের।
কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে তিন ঘণ্টা পরও ফেরেননি নিষ্ঠুর নারী। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে বাংলানিউজ জানায়, শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদকে। জসিম উদ্দিন বলেন, শিশুর পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত শিশুটিকে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছে।