শহর সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ গতকাল বৃহস্পতিবার হালিশহর হাউজিং এস্টেটের কে–ব্লকস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি স্বীকৃত কোন পেশা নয়। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। দারিদ্র্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার শর্তে ৩ জন ভিক্ষুকের প্রত্যেককে কর্মসংস্থান সহায়ক আয়বর্ধক উপকরণ হিসেবে ১টি রিকশা, ১টি ভ্যানগাড়ি ও ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় সমন্বয় পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, সমন্বয় পরিষদের সহসভাপতি মোরশেদ আলম,শাহীন চৌধুরী, ফাহমিদা আক্তার চৌধুরী, সুজিত কুমার নাথ, রুবি আকতার, নিজ্জ্বল দে ও রুপনা মজুমদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











