কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি দেশব্যাপী মূর্তি ধ্বংসের ধোয়া তুলে আবহমানকালের বাঙালি শিল্প, সংস্কৃতির ঐতিহ্য ভাস্কর্য শিল্পকে গ্রাস করার পাঁয়তারা করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেচট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ। মিছিল শেষে তারা বিক্ষোভ সমাবেশও করে। গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগ এ মিছিলের আয়োজন করে। মিছিলটি ক্যাম্পাস থেকে জামালখান প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন চমেক ছাত্রলীগ নেতা ইমন সিকদার, তৌফিকুর রহমান, সৌমিক বড়ুয়া, খোরশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম জয়, আরাফ ইসলাম, অভিজিৎ দাশ প্রমুখ।
চট্টগ্রাম মহানগর কৃষকলীগ: চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে ৭ ডিসেম্বর কৃষকলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ। আরো বক্তব্য রাখেন মহানগর কৃষকলীগের প্রচার সম্পাদক আর কে রুবেল, দপ্তর সম্পাদক নুরুদ্দিন, মো. গুলজার হোসেন, আবদুল হালিম, মো. আবুল কালাম, মুসলেহ উদ্দিন লিটন, মো. নজরুল ইসলাম, সন্দীপন সরকার মান্না, আরিফ খান, আসিফ খান, প্রদীপ শীল, মো. মহিউদ্দিন, শিশির পারিয়াল, মো. আবছার, আবু ছালেহ, রাজীব সরকার, মো. আলমগীর, মো. ইমরান প্রমুখ। সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি লালদিঘী পাড়, আন্দরকিল্লা, চেরাগী মোড় হয়ে জামালখান প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
চবি ছাত্রলীগ: চবি প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ। গতকাল মঙ্গলবার মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যের ওপর হামলা দেশের জনগণ মেনে নেবে না। ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে উগ্রবাদীদের মূল উৎপাটন করা হবে। এসময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন, গোলাম মোস্তফা সুমন, সৈকত দত্ত প্রমুখ।
মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ বিক্ষোভ মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক হয়ে ফিসারীঘাট এসে শেষ হয়। মিছিলে শেষে এক বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার সভাপতিত্বে, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, হাজি সেলিম রহমান, সাহেদ হায়দার খান, কামরুল হুদা চৌধুরী, মো শরীফুজ্জামান, নগর সদস্য কাউসারুজ্জামান, টুটুল ভট্টাচার্য, সেলিম উল্লাহ, হাফেজ মোহাম্মদ ইসমাইল, এম এ জামান, মো: নিজাম উদ্দিন, মো: আক্তারুজ্জামান, মো: মহিউদ্দিন, ওয়াহিদ রহমান, নুরুল আমিন, এন আই সাহেদী, রিপন, মুহিদুল ইসলাম, সেলিম উদদীন, মো: সামসুল আলম, আবুল বাশার, জয়নাল আবেদীন, মো: সাইফুউদদীন, রাসেল মহিউদ্দিন, তারেক, কামরুল হাসান, রবি, জসিম উদ্দিন, মো: মোস্তফা প্রমুখ।
দোহাজারী পৌরসভা ছাত্রলীগ: চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। গত ৬ ডিসেম্বর বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ মিঠু, কার্যনির্বাহী সদস্য জাহেদুল ইসলাম নয়ন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান আহমেদ জাসু, তৌহিদ, আরিফ সুলতানী, মুরাদ হাসান মেহেদী, তূর্য্য বড়ুয়া, হৃদয়, রনি, ফারুক, ইলিয়াস, আকাশ, মিনহাজ, মিজান, সাকিব, নবাব, আসিফ, ফয়সাল, জামাল, আরফাত, আব্দুল বেগ, পারভেজ, ফরহাদ প্রমুখ।