ভাসানচর ও উখিয়ায় যাচ্ছেন আজ

ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার ঢাকায়

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার জিলিয়ান ট্রিগস ও রউফ মাজো ৪ দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসে পৌঁছেছেন। আজ সোমবার তারা নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ-১ বিভাগের সহকারী সচিব মো. আবদুল্লাহ আল ফরহাদ প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ইউএনএইচসিআরের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিদল এই প্রথমবারের মতো ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। তারা বাংলাদেশ সফরকালে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন। ভাসানচর পরিদর্শন শেষে তারা কক্সবাজারে আসবেন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার (প্রটেকশন) জিলিয়ান ট্রিগস এবং সহকারী হাইকমিশনার (অপারেশন) রউফ মাজো ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন। তারা আজ সোমবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাবেন। সেখান থেকে একই হেলিকপ্টার নিয়ে কক্সবাজার আসবেন। কক্সবাজার অবস্থানকালে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে মতবিনিময়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করবেন। আগামীকাল মঙ্গলবার বিকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদুই মাসেও উদ্যোগ নেই যমুনার