ভাসানচরে যাচ্ছে আরও এক হাজার ৬৫৪ রোহিঙ্গা

দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ২৩০ জনকে

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

ভাসানচরে যাচ্ছে আরও ৪৮৩ পরিবারের এক হাজার ৬৫৪ রোহিঙ্গা। এ ছাড়া দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ২৩০ জন রোহিঙ্গাকে। গতকাল বুধবার দুপুরে পুলিশি পাহারায় প্রথম পর্বে ১৯ বাসে উখিয়া কলেজের মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন এক হাজার ৬ রোহিঙ্গা। বিকাল ৫ টার দিকে আরও ১৯ বাসে ৬৪৮ জন যান। এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার মাধ্যমে উখিয়া কলেজ মাঠে আসেন তারা। অনেকে সোমবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে। এগারো দফায় দুপুর ও বিকেলে এক হাজার ৬৫৪ রোহিঙ্গা কক্সবাজার ত্যাগ করেন।
এর আগে গত ৩০ জানুয়ারি দশম দফায় এক হাজার ২৮৮ রোহিঙ্গা ভাসানচরে যান বলে জানান ১৪- এপিবিএন কমান্ডার (এসপি) নাইমুল হক নাইম। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছুদ্দৌজা নয়ন বলেন, পূর্বের নিয়মে তারা বুধবার রাতে চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট এলাকায় অবস্থান করবেন। বৃহস্পতিবার (আজ) দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে ২০৯৪২ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধবিএনপির আচরণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ : তথ্যমন্ত্রী