ভাষা শহীদের দান

কাজী শামীম রুবি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ /তাদের নিয়ে কত কবি লিখল ছড়া, গান। কতো লেখক লিখল তাদের জীবন ইতিহাস / বাংলাদেশের নানা গায়ে তাদের বসবাস। রক্তের রং এ রঙিন ছিল এই দেশেরই মাটি / জীবন দিয়ে করল তারা বাংলাদেশকে খাঁটি। কত- শত, মা-বোনেরা হারালো সম্মান। শত মানুষ গাইল শুধু লাল সবুজের গান । শহীদ ভাই এর ঋণ কোন দিন হবে নাকো শোধ। এ দেশেতে ছিল কত রাজাকার, আলবদর, নির্বোধ/ দেশের লোককে তুলে দিলো মিলিটারীর হাতে /অনেক লোকের জীবন গেল তাদের ক্ষত-বিক্ষতে। দেশ মুক্ত করল শহীদ পরাধীনতা থেকে। শোষকদের তাড়ালো তারা পরাজয়ের কালি মেখে। কামার কুমার চাষী তাঁতি মুক্ত দেশ আজ পান।ভুলবোনাকো আমরা কভু শহীদের প্রতিদান।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশের চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধএকুশ আমার সোনার বাংলা