একুশ আমার সোনার বাংলা

মোহাম্মদ আবদুস সালাম | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

একুশ আমার রক্তে লেখা মাতৃ ভাষার মান। একুশ আমার হারানো সুর ভালোবাসার গান। একুশ মানে উন্নত শির স্বাধীনতার ডাক। একুশ মানে শপথ নেয়ার মৌমাছিদের ঝাঁক। একুশ মানে সামনে যাওয়া অগ্রগতির পথ। চারটি চাকার কাঠের তৈরি ধীরে চলা রথ। একুশ আমার সুরের ধারা খেয়াল মাখা রাগ। বাড়ির পাশে একটু খানি যতন করা বাগ। একুশ আমার সোনার বাংলা ছোট্ট স্বপ্নের দেশ। সুখের আবাস তাহার মাঝে থাকবে গল্পের রেশ।

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদের দান
পরবর্তী নিবন্ধএকুশ