ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক মাস। আমাদের ভাষার মাস। বাঙালি জাতির গৌরবের মাস এবং সারা বিশ্বের মাতৃভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। কিন্তু আমরা আমাদের এই ভাষা কি সঠিকভাবে ব্যবহার করতে পারছি? ভাষা ব্যবহারের আসল উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা, যা মানুষের বোধগম্য হবে। দৈনন্দিন জীবনে আমরা কথা বলার সময় অনেক শব্দ ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এই শব্দ এবং ভাষার সঠিক ব্যবহার করতে পারি না। প্রতিদিন আমরা বন্ধু বা আত্মীয়–স্বজনের সাথে যোগাযোগ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন– ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করি। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশই বাংলা শব্দ ইংরেজিতে লিখে থাকে। কাউকে বার্তা পাঠানো, ছবি, ভিডিওতে মন্তব্য করার সময়ও বাংলা শব্দ ইংরেজিতে লিখে পাঠিয়ে থাকে। যা অনেক সময় মানুষের বোধগম্য হয় না। ভাষার আসল উদ্দেশ্যই ব্যাহত হয়। বাঙালি জাতি এবং বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের উচিৎ ভাষার সঠিক ব্যবহার জানা। এ জন্য আমাদের উচিত বাংলা শব্দ বাংলা হরফে ব্যবহার। ইংরেজি শব্দে ইংরেজি হরফ ব্যবহার। অন্তত এই ভাষার মাস থেকে চর্চা শুরু করার আহ্বান থাকলো।
উম্মে মাহিমা হিমা
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ইসলামী বিশ্ববিদ্যালয়