ভাষার জন্য রক্তপাত

কোহিনুর শাকি | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

শাশ্বত বিপ্লবের রক্তস্নাত ইতিহাস বায়ান্নের ভাষা আন্দোলন ভেসে ওঠে আমার কবিতায়, আমার চেতনায়। বাঙালির জীবনে রাষ্ট্র ভাষা হবে বাংলা ভাষা এ প্রত্যয়ে মুক্তিকামী ছাত্র জনতা সব রাজপথে নেমে গেল কঠোর আন্দোলনে, কঠিন সংগ্রাম, তুমুল লড়াই আর অসীম সাহসিকতায় শত্রুুদের মোকাবেলার মধ্য দিয়ে অতঃপর সালাম, রফিক, বরকতদের মত শত শহীদের রক্ত মোড়া কাফনের দামে, মায়ের বুকের আহাজারি, ভাই হারানো বেদনার করুণ আর্তনাদের বিনিময়ে জাতি পেল ভাষার অধিকার। বাংলা হল মায়ের ভাষা আমার অহংকার। একুশ এলে প্রাণে তাই সাহস জাগে বার বার যখন দেখি ফুলে ফুলে ছেয়ে গেছে প্রিয় শহীদ মিনার। সারা বিশ্ব দেখল ভাষার জন্য এমন মহান ত্যাগ কোনো জাতি করেনি তো আর। সফল হোক শহীদ দিবসে বাঙালির বাংলা ভাষার সকল অধিকার।

পূর্ববর্তী নিবন্ধপাওয়াতে নয় দেয়াতে আনন্দ খুঁজুন
পরবর্তী নিবন্ধব্যথামুক্ত নরমাল ডেলিভারি প্রসঙ্গে