ভালো বন্ধুর সন্ধানে

সাহাদাত হোসাইন সাহেদ | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

কেউ কি কারো সুখ কেড়ে নিতে পারে? হতাশার তিমিরে দিশার খোঁজ নেওয়া দুরূহ। তবুও মানুষ থেমে থাকেনি। নিরুৎসাহিত না হয়ে ঘুরে দাঁড়ান। আত্মাবিদীর্ণ অনিবার্য নিয়তির কাছে বিশ্বাসের স্থবির জগতটাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

তৈল, ডাল চিনি সহ ঔষধ সামগ্রী এবং গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিক্ষার উপকরণ, চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণের বাইরে। মূল্যবৃদ্ধির এই দুঃসময়ে কোনো বিকল্প পথ না পেয়ে মানুষ হা হুতাশ করে আগুনের ভয়ানক জ্বলন্ত অগ্নিদাহে পুড়ে মরছে। সরকার নীরব হয়ে তামাশা দেখছেন। দুর্ভাগ্য আমাদের।

দুর্ভাগ্য অসহায় নিম্ন ও মধ্যবিত্ত বাঙালি কাঙালের। আকাঙ্ক্ষার মৃত্যু নেই। ভালোবাসা চিরদিন অমলিন। সুখ কাঙ্ক্ষিত ফসল। জীবনকে রাঙাতে মানুষকে ভালোবাসুন। ঠকিয়ে নয়! যা করেন ভেবে চিন্তে মানুষের কল্যাণে করুন। রব শ্রেষ্ঠ বিচারক। রবেই ভালো বন্ধু।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকদের নিরাপত্তা এবং যথাযথ মূল্যায়ন হোক
পরবর্তী নিবন্ধশিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা কোথায়?