ভালোবাসতে বাসতে
ভালো থাকছি আমি।
অনবরত পরম প্রশান্তির তুমি
পাশে আছো বলে!
সময়গুলি যখন রোগশোকে
ছিঁড়ে খায়, লুটে খায়-
ভালোবাসতে বাসতে তখনও তুমি
ভালো রাখছো আমায়।
কী আপ্রাণ চেষ্টায়
নিরাবরণ সময়গুলি টানছো আলিঙ্গনে;
যেন জন্ম-জন্মান্তরের আলোর মেলায়!
কিছু সময় ঋণী হয়েই রবো।
আর কিছুদিন সময়ের কথা শোনো
আর কিছুদূর আলোর দিকে টানো।
চলে যাওয়া নিশ্চিত জেনে যাও যদি
ক্ষমাটুকু করে যেও তবে।