ভালো কাজে তরুণদের সহায়তা করা প্রয়োজন

জিএম শহীদ | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

ভালো কাজে তরুণদের সহায়তা করুন মন থেকে হাসিমুখে। সমাজ ও দেশের প্রবীণরা তরুণদের দিবে একটু প্রেরণা, ভালোবাসা আর তারা দিবে তাদের সোনালী অধ্যায়ের সোনালী সময় ধীরে ধীরে সমাজের অলি গলি পেরিয়ে বিশ্বের বুকে শান্তির আলো ছড়াবে অবিরত। পৃথিবীর ইতিহাসে মানুষের কল্যাণে যুগোপযোগী যত মহৎকর্মের নব সূচনা হয়েছে, সবকিছুই সূর্য সন্তান তরুণদের সোনালী হাত ধরে হয়েছে। তরুণরা ভুল করবে, প্রবীণরা শোধরে দেবে প্রতিহিংসায় নয় ভালোবাসায় ভালো আশায় এটাই মানুষের মহত্ত্ব। মায়ের কোলে যেমন সন্তান বড় হয় ঠিক তেমনি রাষ্ট্রের, সমাজের প্রবীণদের হাত ধরে ভালো কাজে তরুণরাও এগিয়ে যায় পিছে পিছে চির উন্নতির সোপান পথে। পৃথিবীতে যে সমস্ত জায়গায় যত বেশি তরুণরা ভালো কাজের দিকে বেশি সোচ্চার হবে, সে সমস্ত জায়গায় আলো জ্বলবে রাত বিরাতে শান্তির। মঙ্গল হবে দেশ ও জাতির।
তরুণদের যদি ভালো কাজে লাগানো যায় চোখের পলকে দূর হবে সমাজের ঘোর কালো অন্ধকার। তবে আজকাল ভালো কাজে হাত বাড়িয়ে সহায়তার চেয়ে ফতোয়া নিয়ে বাঁধা প্রদান করা এক প্রকার অসুখে পরিণত হয়েছে বেশি। ভালো কাজ এমন একটা হৃদয়স্পর্শী বিষয় যা পৃথিবীর কোনো মানুষেরা টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে করাতে পারে না।
তরুণরা যখন প্রাণ উচ্ছ্বাসে এগিয়ে যায় ভালো কাজ করতে, সেখানে আমরা বিরোধিতা করি, স্বার্থের চিন্তা করি, নামের চিন্তা করি, পলিটিক্স করি, জ্বাল বুনি মাকড়সার মতো নানান কুচক্রে। যার ফলে তরুণ নামক সূর্য সন্তানগুলো হারিয়ে ফেলে গতি, মনোবল, একপ্রকার মন খারাপে ছিটকে পড়ে আলোর দ্বার থেকে। তরুণদের ভালো কাজে বাঁধা নয় ভালোবাসায় এগিয়ে নেয়া হোক মানব সমাজের পূর্ব শর্ত। কারণ বৃদ্ধ কালে একটা সময়ে এসে মানুষ হায় হাহুতাশ করে, বুঝতে পারে নিজের কুকীর্তি তখন না হাঁটতে পারে, না কিছু করার থাকে। অন্যরা যা পারবে না অকল্পনীয় পৃথিবীর সমস্ত বাঁধা ডিঙিয়ে বিশ্ব জয় করার মতো সাহস একমাত্র আমাদের তরুণদের রয়েছে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের ভালো কাজে সহায়তা করি।

পূর্ববর্তী নিবন্ধনালার নর্দমা পরিষ্কার প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধআজাদী ও চট্টগ্রাম একে অপরের পরিপূরক