ভালোবাসি

বিপ্লব বিজয় বিশ্বাস | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

ইচ্ছে করে ফাগুনের রঙে রঙে দোলায়িত মনে বলি
ভালোবাসি ভালোবাসি।
পলাশের সুরে সুরে নেচে নেচে বলি
ভালোবাসি ভালোবাসি।
সাহসের ঐশ্বর্য মেখে দামাল স্বভাবে বলি
ভালোবাসি ভালোবাসি।
নতুন আলোর গন্ধ শুঁকে উতলা উল্লাসে বলি
ভালোবাসি ভালোবাসি।
অনুরাগের পরাগ মেখে জোনাকির মত বলি
কৃষ্ণচূড়ার পাপড়ির মত মায়াবীকলায় বলি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধঅস্পষ্ট
পরবর্তী নিবন্ধরাউজান উত্তর সর্তা সমিতির সেলাই মেশিন বিতরণ