তোমাকে ভালোবেসে ছুঁয়েছি বলে,
বেঁধেছে আমার হাত;
তোমার দিকে এগিয়েছি বলে,
পায়ে পরিয়েছে শিকল।
তোমার দিকে তাকিয়েছি বলে,
উপড়ে নিয়েছে চোখ।
তোমাকে ভালোবাসি বলায়,
মুখে দিয়েছে সেলাই!
হাত–পা, চোখে–মুখে করেছে যা,
সবকিছু আজ মিছে;
ভালোবাসি তোমার মন দিয়ে,
মন বাঁধবে কিসে?







