ভালোবাসি বলে

গোফরান উদ্দীন টিটু | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

ভালোবাসি বলে ছিঁড়ি না গোলাপ ফুল
ফুটে আছে লাল সারাটি বাগান জুড়ে
ভালোবাসি প্রিয় কর্ণফুলির কূল
খুব কাছে থাকি, যাই না কখনও দূরে।

ভালোবাসি তাই করি না আঘাত মনে
এই মনে যত রাগ, ক্ষোভ, ঘৃণা জমা
ভালোবাসি যত আপন ও পরজনে
চোখ বুঁজে করি সকল আঘাত ক্ষমা।

ভালোবাসি বলে ভালো থাকা চাই আগে
মনপ্রাণ আর এই যে শরীরখান
রঙিন স্বপ্ন মনে মনে যত জাগে
ভুলে যাই রাগ, দুঃখ ও অভিমান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা মোহছেন আউলিয়ায় প্রয়োজনীয় সংখ্যক ব্যাংক শাখা চাই
পরবর্তী নিবন্ধমানুষ সহনশীল