ভালোবাসা হোক সবার জন্য

কাঞ্চন দাশ | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

অনেকের মনেই প্রশ্ন জাগে- সবাইকে ভালোবাসবো এটার জন্য আবার বিশেষ দিবস কেন? ভালোবাসা একটি সর্বজনীন সত্তা। আর তাই এতো বড় একটা পরিধিকে সংক্ষিপ্ত করে বানিয়ে ফেলেছে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসা। আমাদের ধারণা এই ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার জন্য-কিন্তু এই ভালোবাসা হতে পারে মা-বাবা-ভাই-বোনের জন্য-ভালোবাসার কোন দিন-মাস-বছর থাকেনা। যদি বলি- “আমি ভালোবাসা পাই / তাই ভালোবেসে যাই।”
ভালোবাসা পেলেই ভালোবাসা যায়। শুধু ফুল চকলেট আর কার্ড দিয়েই ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায় না। ভালোবাসার আরেকটি নাম হলো আবেগ। এই আবেগ ছাড়া ভালোবাসা হয় না।

পূর্ববর্তী নিবন্ধগগনেন্দ্রনাথ ঠাকুর : আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধভালোবাসা অনুভবে