ভালোবাসা, কেমন আছো
ভালো আছো তো?
আমি কিন্তু ভালো নেই
জানো তো নিশ্চয়ই
কারণ টা ও জানো
তাই না!
কতোদিন দেখি না তোমায়
বলো, কতোদিন
তোমার চুলের পাগল করা
ঘ্রাণ, নাকে লাগে নি
বলো বলো
চুপ করে থেকো না!
কতোদিন তোমার শাড়ির উড়ন্ত
আঁচল দেখিনি,
বেলি ফুলের মালায়
জড়ানো কালো চুলে
হাত বুলিয়ে আদর করা হয়নি
কতোদিন।
জড়ানো হয়নি তোমার
চম্পাকলি আঙুলের ফাঁকে
আমার হাত।
কতোদিন বলো, কতোদিন?
সেদিন বৃষ্টি মাথায় গেলাম
তোমার কাছে
অঝোর ধারায় নামছে
রিকশার হুড বেয়ে
আষাঢ়ের ভারী বৃষ্টি
তারপর —দেখা হলো
দু’চোখের কথা হলো মনে
কেমন আছো,বলা হলো না
ভালো আছো কিনা
তাও জানা গেলো না
ভালোবাসা, কেমন আছো তুমি
ভালো আছো তো?