সংগীত শিল্পী সোনিয়া হায়দার মুন্নী ভালোবাসা দিবসে তার নতুন একটি গান রিলিজ করতে যাচ্ছে। ‘বন্ধু তোরে লিখে দিলাম বুকের ভিতর সবুজ জমিন’ শিরেনামে গানটির রেকর্ডিং এবং শ্যুটিং শেষ হয়েছে। শাহীন মাহমুদের লেখা আর পংকজ দেব অপুর সুর করা এটি একটি লোকজ আধুনিক গান।
গানটি দর্শকদের ভালো লাগবে বলে মনে করছেন শিল্পী মুন্নী। বেতার, টেলিভিশন এবং মঞ্চের নিয়মিত শিল্পী সোনিয়া হায়দার মুন্নীর আরো একাধিক গান বের হয়েছে এরই মধ্যে। গানের আসর নামক একটি ইউটিউব চ্যানেলে দর্শকরা গানটি দেখতে পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।