ভালোবাসা কখনো প্রাক্তন হয় না

কানিজ ফাতেমা | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

ভালোবাসা কখনো প্রাক্তন হয় না
বর্তমান হয়ে বুকের বাঁ পাশে থেকে যায়
নিভৃতে শেষ মুহূর্ত পর্যন্ত।

ঘড়ির কাঁটার মত টিকটিক শব্দে
বাম অলিন্দের চোরা গলিপথে
হৃদয়ের গোপন কুটিরে জানান দিয়ে যায়
আমি ছিলাম- আমি আছি-আমি থাকবো।

সবার অলক্ষ্য ব্যস্ততার অবসরে
স্মৃতির দরজায় কড়া নেড়ে যায়
ছোট ছোট হাসি আনন্দ কষ্টগুলো
মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো
অতীত হয়না, হয় না কখনো প্রাক্তন।

শরত সকালে ঝরেপড়া এক মুঠো শিউলি
একটি শুকিয়ে যাওয়া বকুলের মালা
শেষ বিকেলে গোধূলির বিষণ্নতায়
কোলাহলের মাঝে হুট করে মনে পড়া
হঠাৎ দূর হতে ভেসে আসা প্রিয় গানের সুরে
নীরবে নিঃশব্দে মনে করিয়ে দেয়
আমি তোমার সাথেই আছি অহর্নিশ।

তবুও আমরা ভুলে যেতে চাই
প্রতিনিয়ত ভুলে যাওয়ার ভান করি
নিখুঁত অভিনয়ের মাঝে আড়ালে রাখি
প্রিয় মুখ প্রিয় মানুষ প্রিয় স্মৃতিটুকু
ফেলে আসা ধুলোয় ভরা পথটুকু
কতটা পেছনে নিয়ে যায়, কতটা ভাবায়।

যান্ত্রিকতায় ভরা দিনের শেষে
রাত্রি টুকু হয় একান্ত আপনপ্রিয়
প্রাক্তন হয়ে যায় বর্তমানের অনুষঙ্গ
কখনো সুখ স্মৃতি কখনো বা তিক্ত অভিজ্ঞতায়।
এমনি করে প্রাক্তনরা হারায় না থেকে যায়
সম্মুখপানে
দূর দিগন্ত হতে দৃষ্টির সীমানায়।

মাঝে মাঝে বেখেয়ালী মনে ইচ্ছে হয়
প্রাক্তনকে সামনে দেখতে ছুঁয়ে দিতে
বাস্তবতায় মনে পড়ে অবাস্তব অলীকতা
ইচ্ছা অনিচ্ছের দোলাচলে অবাধ্য মন
মানায় না, মানিয়ে নিতে হয় কল্পনাটুকু।

প্রাক্তনরা কায়া না হয়েও ছায়া হয়ে
মিশে থাকে শর্তহীনভাবে অন্তরআত্মায়।
সকল ভাবনার শেষে পাওয়া না পাওয়া
ভালোবাসাটুকু প্রাক্তন হয় না
হয়ে যায় বর্তমানে বয়ে চলা মননের
একটি নিস্তব্ধ নিশ্চুপ প্রতিবিম্ব।

পূর্ববর্তী নিবন্ধআজাদী ছড়িয়ে পড়ুক বিশ্বময়
পরবর্তী নিবন্ধএকটি অস্বাভাবিক মৃত্যু আর তার চুলচেরা বিশ্লেষণ