ভালোবাসার যত্ন

দোলনা বড়ুয়া তৃষা | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

শুধু জন্ম দিলে নাকি মা হওয়া যায় না। মা হওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া। গর্ভে ধারণ, জন্ম দেওয়া, রাতের পর রাত বিনা শর্তে জেগে থাকা, যত্ন করা, চাওয়ার আগে সন্তানের ইচ্ছের কথা জেনে ফেলার মাধ্যমে মা হয়ে ওঠে। মায়েরা কখনো বলে না কত টা ভালোবাসে। কিন্তু তা জানা থাকে প্রতিটি সন্তানের। ভালোবাসা হলো প্রকৃতির মতো, যত্ন ছাড়া যেমন কোন গাছের শেকড় মাটি আগলে ধরে না তেমনি যত্ন ছাড়া কোন সর্ম্পক আগলে ধরার মতো ভিত্তি পায় না। তা সে যেমন হোক। যত্ন তার চায়। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত হয় ভালোবাসার যত্ন টা। আমরা সবচেয়ে বেশি অবহেলা করি ভালোবাসাকে যত্ন করতে, হোক সেটা মা-বাবা-সন্তানের, স্বামী- স্ত্রীর, ভাই-বোনের, বন্ধু- বান্ধবের। যত্নের অভাবে আমরা হাজারো ভালোবাসা নষ্ট করে ফেলি। হাজারো মনোমালিন্য তে দমিয়ে ফেলি, তিক্ততা এনে ফেলি। নষ্ট করে ফেলি প্রকৃতিকে। ভালোবাসতে পারার অদ্ভুত ক্ষমতাকে, শুধুমাত্র যত্নের অভাবে। ভালোবাসা দিবস আসলে এমন একটা দিন যেখানে আমরা ভালোবাসার যত্ন করি, একবার হলে মনে করার চেষ্টা করি আমিও কাউকে ভালোবাসি, কিংবা ভালোবাসার চেষ্টা করি। পুরানোকে নতুন ভাবে একবার হলেও জানাই আজো ভালোবাসা রাখি তার জন্য। তাই ভালোবাসা দিবসে হোক ভালোবাসার যত্নের দিবস, ভালোবাসার সর্ম্পকগুলোর যত্নের দিবস। প্রকৃতির যত্নের দিবস। লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি দিন হোক পহেলা ফাল্গুন
পরবর্তী নিবন্ধতুমি কি আমার বসন্ত হবে?