তুমি কি আমার বসন্ত হবে?

নাহিদ সুলতানা | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

তুমি কি আমার জীবনে বসন্ত হবে?
তবে আমি হয়ে যাব দখিনা বাতাস
যে বাতাসে তোমার সমস্ত দেহ প্রাণ শান্ত হবে
বসন্তের আঁচলে ছড়াব ভালোবাসা আজীবন
মনটা শীতল হবে প্রেমের ছোঁয়ায়
চৈত্রের খররৌদ্রে তোমার মনে শীতল পাটি
বছিয়ে দেবো
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার আগুন রঙে ফাগুন বিলাব
আকাশটাকে মাথায় নিয়ে সব নীল ঢেলে দেবো
তারার মেলা বসিয়ে দেবো
মনের আকাশে রঙিন স্বপ্নের সেতু গড়ে দেবো
নির্জন দুপুরে প্রিয় কাব্য হয়েই থাকব তোমার শ্রবণে
শ্রাবণে স্নিগ্ধ বারিধারার মতন ঝরব টুপটাপ করে
সন্ধ্যাবেলায় ধূমায়িত কফির উষ্ণতা দেবো
শীতল মনে
মৃদু হিমে ভালোবাসার চাদর হয়ে থাকব হৃদয় জুড়ে
অমাবস্যার রাত্রিতে মুঠো ভরে আলোক ছড়াব
হামাগুড়ি দেয়া দুঃখগুলো ঝরা পাতার খামে
উড়িয়ে দেবো
একবার বসন্ত হয়েই আসো আমার জীবনে
তোমার সকল ক্লান্তি মুছব সোহাগী জোছনায়
বনসাই গাছে বন্ধকী মনটা তোমায় উজাড় করে দেবো
বিন্দু বিন্দু অভিমানে ঝাপসা হয়ে আসা জানালার কাঁচটা
বিশ্বাসের রুমালে মুছেই ঝকঝকে করে দেবো
ছাদবাগানে লুকিয়ে থাকা বিকালটা
তোমাকে চমকে দিতে ফুলের ঘ্রাণ নিয়ে
আত্মপ্রকাশ করে
ভালোবাসার ছোঁয়ায় প্রতিবন্ধী গাছটাও বেশ
সজীব হয়ে উঠেছে
বসন্ত ঋতুতে ফুলে ফুলে ভরে গেছে বাগানটা
আমার জীবনে একটিবার বসন্ত হয়ে এসো
তবে সারাজীবন তোমায় ফুলের সৌরভে
ভরিয়ে রাখব
আসবে আমার জীবনে বসন্ত হয়ে?

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার যত্ন
পরবর্তী নিবন্ধআত্মহনন ও তার প্রতিরোধ