রাতের ভারি বৃষ্টিতে সৃষ্ট জলজট সকালেও কমেনি, অফিসগামীদের দুর্ভোগ

আজাদী অনলাইন | সোমবার , ২০ জুন, ২০২২ at ১২:১৪ অপরাহ্ণ

ভারি বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলজট কমেনি বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরও। এতে বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস বলছে, এমন বৃষ্টি থাকবে আরও দুইদিন। সোমবার (২০ জুন) বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর ভারি বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাদের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোর সাড়ে ছয়টার পর বৃষ্টি থেমে গেলেও এখনও নামেনি বৃষ্টির পানি। হাঁটু পানি জমেছে চান্দগাঁও থানায়। কোনো কোনো জায়গায় রাস্তায় মাছ ধরতেও দেখা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহওয়া অফিস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলানিউজকে বলেন, এই বৃষ্টি থেমে থেমে আরও দুইদিন থাকতে পারে। সকাল থেকে বৃষ্টি থেমে গেলেও বিকেলে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিসিবি
পরবর্তী নিবন্ধসিলেট থেকে এইচপি ক্যাম্প সরিয়ে আনা হলো ঢাকায়