ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ডা. তিমির বরণ চৌধুরী

পটিয়া উপজেলা পরিষদ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ডা. তিমির বরণ চৌধুরী। সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বেচ্ছায় পদত্যাগ করায় পদটি খালি হলে তার স্থলে প্যানেল চেয়ারম্যান১’কে এ দায়িত্ব দেয়া হয়। গত ২২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা১ শাখার এক স্মারক ও মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বর্ণিত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫ () ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যক্রম গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। চিঠিটি চট্টগ্রাম জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। সাবেক চেয়ারম্যান স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনায় ডা. তিমির বরণ চৌধুরীকে পটিয়া উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় রাতে বাসসহ ৬ যানবাহন ভাঙচুর,আহত ১
পরবর্তী নিবন্ধজব্দ তালিকার এক সাক্ষীর সাক্ষ্য