ভারতে রেস্তোরাঁর মাউথফ্রেশনারে শুষ্ক বরফ, মুখে দিতেই রক্ত-বমি

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

নৈশভোজের পর রেস্তোরাঁয় পরিবেশন করা মাউথফ্রেশনার বা মুখশুদ্ধি মুখে দিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন সেখানে খেতে আসা পাঁচ জন। খাওয়ার পর রেস্তোঁরা ছাড়ার আগে তারা মাউথফ্রেশনার মুখে নিয়েছিলেন। সেটি চিবোনোর সঙ্গে সঙ্গেই মুখ জ্বলতে শুরু করে। বমি শুরু হয়। বমির সঙ্গে রক্তও বের হয়। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। হরিয়ানার গুরুগ্রাম এলাকার একটি রেস্তোরাঁয় ঘটেছে ঘটনা। পুলিশ মঙ্গলবার ওই রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার গুরুগ্রামের নামকরা ওই রেস্তরাঁয় স্ত্রী এবং বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন। খাওয়ার পর রেস্তোরাঁর ওয়েটার মাউথফ্রেশনার দেন। তাতে শুকনো বরফ মেশানো ছিল। সেটি মুখে দেওয়া মাত্রই মুখ জ্বালা, বমি, রক্তপাত শুরু হয়। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, আক্রান্তরা ব্যথায় চিৎকার করছে। কেউ কেউ মুখে বরফ গুঁজে দিচ্ছে এবং জ্বালা কমাতে পানি গিলছে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেন গ্রেটার নয়ডার ওই বাসিন্দা। পরে পুলিশ জানায়, মাউথ ফ্রেশনারের প্যাকেটটি এক চিকিৎসক পরীক্ষা করেছেন। সেই চিকিৎসকই নিশ্চিত করে জানিয়েছেন যে, সেটি ছিল শুষ্ক বরফের (ড্রাই আইস) প্যাকেট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ১ ডলার খরচ করে উদ্ধার হবে ৫০ ডলারের স্বর্ণ