ভারতে পৌষ মেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ মেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে ১০ বাংলাদেশি যুবক। আটককৃতরা হলেন মো. শামসুদ্দিন, . সালাম, মো. সুমন, মো. বেলাল, . জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল। আটক সকলে রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর তাদের ভারতীয় আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রত্যাককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিনের হাজতবাসের শাস্তি প্রদান করেছে আদালত। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ মেলা উপলক্ষে প্রতিবছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি মেলায় ঘুরতে যায়। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা। আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি বিএসএফ আটক করে। পরে ভারতীয় আদালত তাদের ২৫ দিনের জেল দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসখে কেনা নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়ে হাসপাতালে বাবা-ছেলে
পরবর্তী নিবন্ধযুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা