ভারতে কৃষক বিক্ষোভে নিহত ৮

প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্তার দাবি, আটক অখিলেশ যাদব, প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় কেন্দ্রীয় এক প্রতিমন্ত্রীর ছেলের গাড়ি প্রতিবাদরত দুই কৃষককে চাপা দেওয়ার পর সৃষ্ট সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। গত রোববার উত্তর প্রদেশের রাজধানী লখনৌর প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে লাখিমপুর খেরি জেলায় সহিংসতার এ ঘটনা ঘটে। কৃষকদের বিক্ষোভ সংঘর্ষে ৪ কৃষকসহ ৮ জন নিহত হওয়ার জেরে বিক্ষোভ আরও জোরদারের অঙ্গীকার করেছেন কৃষকরা। এদিকে গতকাল সোমবার খুব সকালে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পুলিশের হাতে আটক এবং হেনস্তার শিকার হয়েছেন। কংগ্রেস নেত্রী পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লে তাকে কিছু সময়ের জন্য গ্রেপ্তার করে একটি সরকারি গেস্ট হাউসেও আটক রাখা হয়। তবে প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও আটক করা হয়েছে। তিনিও লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রোববার উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন কৃষকরা। এ সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির ধাক্কায় চারজন কৃষক নিহত হন। এরপর একটি গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্য গাড়িতেও ভাঙচুর করা হয়। এতে আরও চারজন নিহত হন। ঘটনার সময় তার ছেলে সেখানে ছিল না বলে দাবি করেছেন অজয় মিশ্র। মন্ত্রীর ওই দাবি সত্ত্বেও তদন্ত শুরু করার পর তার ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে খুনের মামলা করেছে পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে এর আগে জানিয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে আরও প্রতিবাদ ও রাজ্যের কিছু অংশে সড়ক অবরোধের ঘটনাও ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিরোধীদলীয় নেতারা ঘটনার তীব্র প্রতিবাদ করেন। কৃষকদের দাবি, প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে অজয়ের ছেলে ও সহযোগীদের। নিহত চার কৃষকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে পরিবারের এক সদস্যকে দিতে হবে সরকারি চাকরি।

পূর্ববর্তী নিবন্ধআইএসের কার্যালয় ধ্বংস করার দাবি তালেবানের
পরবর্তী নিবন্ধদর্শক ঢলে বাতিল হয়ে গেল সিনেমার শুটিং