ভারতে এবার ফ্যাশন ডিজাইনার প্রত্যুষার লাশ উদ্ধার

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

এনডিটিভি জানিয়েছে, শনিবার তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে বানজারা হিলসের বাড়ির বাথরুম থেকে প্রত্যুষার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাসার নিরাপত্তাকর্মী পুলিশকে বলেছেন, শনিবার সকালে বানজার হিলসের বাড়িতে ফেরেন প্রত্যুষা। এরপর দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন। প্রত্যুষার শোবার ঘরে একটি কার্বন মনোক্সাইড গ্যাসের সিলিন্ডার পেয়েছে পুলিশ। প্রত্যুষার ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় একটি মামলাও হয়েছে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। খবর বিডিনিউজের।
নিজের নামে একটি ফ্যাশন ব্র্যান্ড গড়ে তুলেছিলেন প্রত্যুষা। তার বানরজারা হিলসের বাসায় একটি ফ্যাশন স্টুডিও তৈরি করেছিলেন। প্রত্যুষা যে শুধু দক্ষিণী ফিল্ম জগতে নাম করেছিলেন তা নয়, তার কাজের খ্যাতি ছড়িয়েছিল হায়দরাবাদের বাইরেও। বলিউড-টালিউডের অনেক তারকাকে প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরে পর্দায় দেখা গেছে। প্রত্যুষা যুক্তরাজ্য থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেন। পরে হায়দরাবাদে ফিরে নিজের ক্যারিয়ার শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধআগস্ট-সেপ্টেম্বরে শেষ হচ্ছে ইনডোরের কাজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.০৪ কোটি টাকা