ভারতে এক সিরিঞ্জে ৩০ শিক্ষার্থীকে কোভিড টিকা

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

মধ্যপ্রদেশে সাগর জেলার একটি স্কুলের এ ঘটনায় যে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ, সেই জিতেন্দ্রর দাবি, স্বাস্থ্য বিভাগ কেবল একটি সিরিঞ্জই পাঠিয়েছে। ভারতের মধ্যপ্রদেশে একই সিরিঞ্জ ব্যবহার করে ৩০ জন স্কুল শিক্ষার্থীকে কোভিড টিকা দেওয়ার ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সাগর জেলার জৈন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে শিক্ষার্থীদেরকে কোভিড টিকা দেওয়া চলছিল। টিকা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র রায়। গণমাধ্যমে জিতেন্দ্র দাবি করেছেন, স্বাস্থ্য বিভাগ কেবল একটি সিরিঞ্জই পাঠিয়েছে। তাই সেটি দিয়ে সব শিশুকে টিকা দিতে বিভাগীয় প্রধানের নির্দেশই কেবল তিনি পালন করেছেন। খবর বিডিনিউজের।
যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, কোভিড টিকা দেওয়ার সময় এক সুঁচ, একটি সিরিঞ্জ, কেবল একবার ব্যবহার করাই নিয়ম। বিবিসি জানায়, টিকাদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকা কয়েকজন অভিভাবক এক সিরিঞ্জে টিকা দেওয়ার বিষয়টি খেয়াল করেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। জিতেন্দ্রর বিরুদ্ধে এক সিরিঞ্জ এক টিকা’র নিয়ম লঙ্ঘন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তাছাড়া, টিকার সরঞ্জাম বিতরণে জড়িত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতরুণের ফাঁসি লাইভ দেখাতে চায় মিশরের আদালত
পরবর্তী নিবন্ধঅর্পিতার আরেক ফ্ল্যাটে মিলল ২৯ কোটি রুপি, ৫ কেজি স্বর্ণ