ভারতের সান্ত্বনার জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

আগের দিনই সেমিতে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। তাই গতকালের ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আর সে ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে আসা ভারত। গতকাল সোমবার নামিবিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ভারত। প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করা ভারত শেষ তিন ম্যাচে জিতলেও তা কাজে আসেনি। ফলে খালি হাতে ফিরতে হচ্ছে বিরাট কোহলিদের।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়া। বারতের স্পিনারদের সামনে সুবিধা করতে পারেনি নামিবিয়ার ব্যাটসম্যানরা। দলের পক্ষে বার্ড ২১, লিনগেন ১৫, ইরাসমাস ১২, ওয়েইস ২৬, ফ্রাইলিংক করেন ১৩ রান। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন অশ্বিন এবং জাদেজা। ২ টি উইকেট নিয়েচেন বুমরাহ। জবাবে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল মিলে উদ্বোধনী জুটিতে ৮৬ রান তুলে নেয়। রোহিত ৩৭ বলে ৫৬ রান করে আউট হলেও রাহুল এবং যাদব মিলে ২৮ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। রাহুল ৩৬ বলে ৫৪ আর যাদব ১৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতে শিশুর জন্ম
পরবর্তী নিবন্ধজিয়ার সমাধি সংসদ এলাকা থেকে সরানো হবে : তথ্য প্রতিমন্ত্রী