ভারতের ধনীতম নারীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ফাল্গুনী নায়ার। তিনি ভারতের প্রসাধনী ই-কমার্স জায়ান্ট ‘নাইকা’র সিইও এবং প্রতিষ্ঠাতা। নাইকার প্রায় অর্ধেক মালিকানা ফাল্গুনীর। এখন তার সম্পদ প্রায় ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৮ হাজার কোটি রুপির বেশি। খবর বাংলানিউজের।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ফাল্গুনী ভারতের সবচেয়ে ধনী নারী বিলিয়নেয়ার হয়ে উঠেছেন। পুরোটাই নিজের প্রতিষ্ঠা করা ব্যবসায়। গাল্ফ নিউজ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শেয়ার বাজারে প্রবেশ করেই বাজিমাত নাইকার। প্রাথমিক পাবলিক অফার (আইপিও) শেষ হওয়ার এক সপ্তাহ পর গতকাল দেখা যায়, ১ লাখ কোটি রুপিরও বেশি বাজার মূলধন সংগ্রহ করে ফেলেছে সংস্থাটি।