ভারতকে দ্রুত সহায়তার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক মাত্রায় বেড়ে চলায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়াতে উদ্যোগী হয়েছে। দেশটির সরকার ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত সহায়তার পরিকল্পনার কথা হোয়াইট হাউজের মুখপাত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। ইমেইল বার্তায় ওই মুখপাত্র বলেন, আমরা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের সরকার ও সেখানকার স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছি। এ বিষয়ে আরও তথ্য দ্রুতই জানাতে পারব বলে আশা করছি। খবর বিডিনিউজের।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক মুখপাত্র বলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে যাতে, ভারতে কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে অন্তত কিছু পরিমাণে কাঁচামাল ও উপকরণ সরবরাহ করা যায়। চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো দূর করার জন্য একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। চলমান টিকাদান কর্মসূচি ও বৈশ্বিক মহামারী মোকাবেলায়ও একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেই আমাদের বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধআর্মেনীয় হত্যাযজ্ঞ গণহত্যা : বাইডেন
পরবর্তী নিবন্ধফের শনাক্তের বিশ্ব রেকর্ড ভারতে, মৃত্যু ২৭৬৭