ভারতকে চারে নামিয়ে তিনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের ৩ উইকেটে হারিয়ে আরও ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫এ। ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ। ২৩ ম্যাচে তামিমবাহিনীর জয় ১৪টি। ২১ ম্যাচে ভারতের জয় ১৩টি। বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংলিশদের পয়েন্ট ১৫৫ এবং শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৫ পয়েন্ট। আর ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাকিস্তানের।

পূর্ববর্তী নিবন্ধখেলা দেখাতে নিজস্ব চ্যানেল খোলার কথা ভাবছে বিসিবি
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির কিউ গ্রেডিং এবং পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট সম্পন্ন