খেলা দেখাতে নিজস্ব চ্যানেল খোলার কথা ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

ঘরের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে কোনো অসুবিধায় পড়তে হয় না সমর্থকদের। কিন্তু সমস্যা দেখা দেয় অ্যাওয়ে সিরিজে। এবারও যেমন আয়ারল্যান্ড সিরিজ সমপ্রচারে এগিয়ে আসেনি দেশের কোনো চ্যানেল। এ সমস্যার সমাধানে নিজস্ব চ্যানেল খোলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এবার নিয়ে তৃতীয়বার (এমন হলো), আমরা তো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে (চ্যানেল খুলতে) চাই তা না। ওরা (টিভি চ্যানেলগুলো) যদি না দেখায়কোনো উপায় না থাকলে আমরা (বিসিবি) চ্যানেল চালু করব। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগও। ’

এবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সমপ্রচারের স্বত্ব বিক্রির এখতিয়ারও তাদের। কিন্তু তাদের কাছ থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এবার সমপ্রচার স্বত্ব কিনতে পারেনি। তবে এ পরিস্থিতিতে এগিয়ে আসে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে বিনামূল্যে দেখানো হচ্ছে সিরিজের খেলা। এছাড়া বিভিন্ন অললাইন প্ল্যাটফর্ম খুঁজে বের করছেন সমর্থকরা।

খেলার সমপ্রচার নিয়ে ঝামেলার দুটি সমাধান বের করেছে বিসিবি। এর একটি ইউটিউব চ্যানেল এবং আরেকটি টিভি চ্যানেল। তবে বিসিবি এধরনের উদ্যোগ নিলে দেশের চ্যানেলগুলো খেলা দেখানোর আগ্রহ দেখাতে শুরু করবে বলে মত পাপনের, আমাদের হাতে দুটা অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো। আর নয়তো টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন (চ্যানেল খোলার জন্য) আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’

পূর্ববর্তী নিবন্ধসিরিজ হারল বাংলাদেশের যুবারা
পরবর্তী নিবন্ধভারতকে চারে নামিয়ে তিনে বাংলাদেশ