ভাববার সময় নেই কারো

জোনাকী দত্ত | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

প্রায় দুই বছর হতে চলল পুরো বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের। প্রত্যেকটা দেশেই কিছু না কিছু ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের দেশে শিক্ষিত বেকার আগে যেমন ছিলো এখন তা আরো দ্বিগুণ বেড়ে গেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। কেউ ফাইনাল ইয়ারে পড়ে আছে, কেউ এখনো ভর্তিই হতে পারে নি, কারো বা ক্লাসই শুরু হয় নি, আবার কেউ মাইগ্রেশন এর অপেক্ষায় আছে। সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম সঠিকভাবে পালন করছে। সেখানে শিক্ষার্থীদের পিছিয়ে পড়তে হয় না। কিন্তু সবার তো আর ওখানে পড়ার সামর্থ থাকে না। তাই বেশিরভাগ শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত হয়ে যায়। আমাদের দেশে আগে সেশন জট যেমন ছিলো করোনার কারণে তা আরো বেড়েছে। অনেক ভালো ছাত্র বিদেশে পাড়ি দিচ্ছে আবার হতাশায় অনেকে নিজের মেধা হারিয়ে ফেলছে। গ্যাপ দিয়ে দিয়ে তো আর লেখাপড়া চালানো যায় না। তৈরি হচ্ছে কিশোর গ্যাং। সমাজে নানা খারাপ কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা বেছে নিচ্ছে আত্মহননের পথ। সারাক্ষণ মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ভাববার সময় কি কারো নেই? ছোটবেলায় পড়েছি- ‘দশজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা’। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন অন্যদের মতো এগিয়ে না গিয়ে পিছিয়ে পড়ে থাকে। করোনা বা যে পরিস্থিতিই আসুক না কেন তার অজুহাত দিয়ে বসে থাকলে তো চলবে না। জীবনের মূল্যবান সময় যে থেমে নেই। তাই সুশীল, শিক্ষিত, বিবেকবান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টিপাত করছি শিক্ষার্থীদের জীবনে যেন আর সেশন জটের স
সৃষ্টি না হয়। তারা যেন সঠিক সময়ে সঠিকভাবে লেখাপড়া শেষ করে পরিবারের, সমাজের তথা দেশের উন্নয়নে কাজ করতে পারে। লেখক: কবি

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগ নেই, অভিমানটা জমে আছে মনের কোণে
পরবর্তী নিবন্ধসাহস ও সততার মূর্ত প্রতীক সিরাজুল হক মিয়া