ভাবনায় আমায় মন্ত্রমুগ্ধতা দেয় তোমার কথায় তোমার আবেগ আমাকে ভাসিয়ে দেয় শুন্যতায় /তোমার সাথে সমুদ্রের পাশে দাঁড়িয়ে নিজেকে মোটেও নিঃসঙ্গ মনে হয় না/সমুদ্রের গর্জনকে মনে হয়েছে তোমার নি:শব্দ আবেগের কাছে পরাজিত/এত মায়াময় তোমার সৌরভ আমাকে মোহিত করেছে/তোমার গলার আওয়াজ আমাকে নিয়ে গিয়েছে সেই স্বপ্নের রাজ্যে/ কোন যন্ত্র দিয়েই তোমার সাথে যোগাযোগ করা যায় না/ আজকালতো আবার সবই যন্ত্র নির্ভর আমি যান্ত্রিকতা চাই না/তোমার আর আমার যোগাযোগ যন্ত্র দিয়ে হয় না হয় শুধুই মন্ত্রদিয়ে/ভাবনায় বসে মুখোমুখি দুজনে নিঃশব্দে শুধুই উষ্ণ কফিতে চুমুক দিবো চোখে চোখ রেখে নিঃশব্দে অনেক কিছু বলে যাবে/তোমার চোখের ভাষা এত গভীর সেখানে অন্য কোন ভাষার কোনো প্রয়োজন হয় না।