ভাবনায় তুমি

নাজমে নওরোজ | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

সুর আর ছন্দ
মনে মনে মিলাতে পারি,
মন যখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চায়।
ভালো লাগা আর ভালোবাসা
এই দুয়ের অদ্ভুত মিলন ঘটাতে পারি,
মন যখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চায়।

ভাবনার জগতে তোমার বিচরণ,
এতোটাই জীবন্ত হয়ে ওঠে, যেখানে,
ঘন বরষা আর উত্তপ্ত রোদ্দুরের মাঝে,
অনুভূতির তফাত করাটাই মুশকিল হয়ে দাঁড়ায়।
তোমার উপস্থিতি চেতনার জগতকে,
এতো বেশি আবেগীয় করে তুলে, যেখানে,
স্বপ্ন আর বাস্তবতা একাকার হয়ে মিশে থাকে।
মাঝে মাঝে হৃদয়ে দোদুল্যমানতার সৃষ্টি হয়,
তুমি কি দৃষ্টির সামনে?
নাকি মনের আয়নার সামনে?

‘ভালোবাসা’ এক অদ্ভুত অনুভূতির
ভাষাহীন প্রকাশ মাত্র।
যার প্রকাশ ঘটাতে-
চোখ কথা বলে, ঠোঁট কথা বলে,
সারা শরীরের অঙ্গগুলো, তার নিজের মতো করে,
‘ভালোবাসি’ এই অনুভূতির প্রকাশ ঘটাতে থাকে।
আমার ভালোবাসার পাগলামিগুলোও তখনই
সুর আর ছন্দের অপূর্ব মিলন ঘটায়,
যখন তোমার অনুপস্থিতিতে,
মন শুধু তোমাকে নিয়ে ভাবতে চায়।
সর্বোপরি
একাকী বলো বা কোলাহলে বলো,
ভালোবাসার হৃদয় কাঁপানো অনুভূতি নিয়ে,
তুমি, শুধু তুমি চারপাশ ঘিরে আছো,
আমার মনের গহীন মণিকোঠায়।

পূর্ববর্তী নিবন্ধকিছু না হয় থাকুক এভাবেই
পরবর্তী নিবন্ধবদলায়নি এই মন