ভাবনার অন্তর্জালে

সুবীর পালিত | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:২৯ পূর্বাহ্ণ

গ্রামবাংলার স্নিগ্ধ সম্ভারে মুখর প্রাণের মেলা

যেথায় কৃষাণকৃষাণীর নিরন্তর যুদ্ধ মেঠো প্রান্তরে

গ্রীষ্ম, বর্ষা ও শীতে নেই কোনো বিরান

জীর্ণভরা জীবন নিয়তই সঙ্গী

কলুর বলদের মতো খেটে যায় তাঁরা

অভাব যাদের চিরচেনা

বর্গাচাষীর তকমা গায়ে জীবন কাটে তাদের

আমরা কী পারি না তাদের কাছে ছুটে যেতে

সমতার চিহ্ন কি রাখতে পারবো অহমিকা ভুলে

অশিক্ষায় তাদের যাপিত জীবনের স্বপ্নগুলো রয়ে যায় সুপ্ত

সোনার বাংলার সেনানীরা এক বুুক হাহাকারে হয় রিক্ত

ভাবনার অন্তর্জালে কুঁড়ে কুঁড়ে বিদ্ধ হয় বারে বার

এ মাটির টানে পাশে থাকবো নিখাদ ভ্রাতৃত্বের বন্ধনে

এ হোক আমাদের অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন সাহসী, সক্ষম ও দক্ষ জনবল
পরবর্তী নিবন্ধআব্বাস উদ্দীন আহমদ : কালজয়ী লোকসংগীত শিল্পী