ভাবনারা

জান্নাতুল ফেরদৌস | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

আমার ভাবনারা ভিড় করে গরীব কৃষকের ছোট আঙিনায়
খেটে খাওয়া মানুষগুলো শোষকের গুদাম ভরে কানায় কানায়।
বাবুদের জমকালো পার্টির উচ্ছিষ্ট খাবারে ডাস্টবিন যায় ভরে।
ডাস্টবিনের পাশে আজো অভুক্ত মানুষেরা পড়ে থাকে মরে।
ভাবনারা অবাক হয় সাধারণ নারীর অসাধারণ প্রতিভা দেখে।
অপরূপা সুন্দরী নয় বলে অফিস, ঘর, বর কোণঠাসা করে রাখে।
সুন্দরী না হলেও থাকতে পারে অপার সম্ভাবনার আলো।
দিশেহারা রমনী রূপচর্চায় খোঁজে সমাজের ভালো।
আমার ভাবনারা খোঁজে অসহায় শিশু, যারা ফুটপাতে থাকে।
প্রতি দিন দেখে দেখে ক্লান্ত দুচোখ, তবু কে কার খবর রাখে।
পথের শিশু রাস্তায় থাকে, ফুটপাত তার বাড়ি।
ধনীর দুলাল পাশ কেটে যায়, চড়ে দামী গাড়ি।
আমার ভাবনারা ছুটে যায় বৃদ্ধা আশ্রমের অন্ধকার ঘরে।
শেষ জীবনে তারাও বাঁচাতে চায়, প্রিয়জনদের অবলম্বন করে।
অপরিসীম ত্যাগের পর মেঘে ডাকা তাদের জীবনের আকাশ।
হৃদয়ের হাহাকার ও অভিশাপের নিঃশ্বাসে ভারী হয় বাতাস।
আমার সমস্ত ভাবনা জুড়ে থাকে সুখী একটি দেশ।
কৃষক, শ্রমিক, শিশু, বৃদ্ধ থাকবে সুখে অশেষ।

পূর্ববর্তী নিবন্ধদেনা
পরবর্তী নিবন্ধদিন গুনি প্রত্যাশায়