ভাবনা

তালুকদার হালিম | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

দশ বছরের শিশু আমি

কারখানাতে আছি

স্বল্প আয়ের চাকরি করি

অল্প খেয়ে বাঁচি।

পেটে যখন ক্ষুধার আগুন

কেমন জানি লাগে

পাই না খুঁজে কোনো উপায়

কষ্ট বুকে জাগে।

শিশুরা যেই ইশকুলে যায়

খাতা কলম নিয়ে

মনে মনে আমিও যাই

সবাইকে চমকিয়ে।

মাবাবা নেই এতিম আমি

কে দেবে বই খাতা!

এসব ভেবে দিনে রাতে

ঘুরে আমার মাথা।

পূর্ববর্তী নিবন্ধমন ছুঁয়ে যায়
পরবর্তী নিবন্ধআমি তোমার মুক্তো হবো