দশ বছরের শিশু আমি
কারখানাতে আছি
স্বল্প আয়ের চাকরি করি
অল্প খেয়ে বাঁচি।
পেটে যখন ক্ষুধার আগুন
কেমন জানি লাগে
পাই না খুঁজে কোনো উপায়
কষ্ট বুকে জাগে।
শিশুরা যেই ইশকুলে যায়
খাতা কলম নিয়ে
মনে মনে আমিও যাই
সবাইকে চমকিয়ে।
মা–বাবা নেই এতিম আমি
কে দেবে বই খাতা!
এসব ভেবে দিনে রাতে
ঘুরে আমার মাথা।