ভাত-কাপড়-শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার

ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

শোষিতের সংগ্রামে স্লোগানে মিছিলে, আমরাই লিখবো মুক্তির গান- এই স্লোগানকে ধারণ করে লড়াই-সংগ্রামের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৯ বছরে পদার্পণ করেছে গতকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাবার্তায় সারাদেশের অগণিত প্রাক্তন, বর্তমান সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন এবং সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। এ্যানি সেন বলেন, আমরা এমন সময় ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি যখন সারা পৃথিবী করোনা মহামারীতে স্থবির ও বিপর্যস্ত। মানুষ এক দুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করছেন। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণী যারা দিনে আনে দিনে খায় তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন মওকুফ, শিক্ষকদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়ে আসছে। ছাত্র ইউনিয়ন এদেশের কৃষক, শ্রমিক মেহনতী মানুষের উপর শোষণ, নির্যাতন, জুলুম বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রামকে অব্যহত রাখব।
গতকাল সোমবার সকালে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সমাজ প্রগতির লড়াইয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন অয়ন সেনগুপ্ত, চিরঞ্জিত দাশ, জুলিয়ান ডি কস্তা, শুভ নাথ, অরিত্র ভট্টচার্য, স্নেহেন্দু বণিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের নতুন ‘অসহযোগ’ আন্দোলনের ডাক
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভার জলদাশপাড়ায় আগুন ৩ বসতবাড়ি পুড়ল