নগরীর ১০টি সরকারি স্কুলের ৫ম-৯ম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৩ হাজার ৮৬০ শিক্ষার্থী। গতকাল অনুষ্ঠিত ডিজিটাল লটারিতে এসব শিক্ষার্থী ভাগ্যের লড়াইয়ে উত্তীর্ণ হয়। আগামী ১৯ ডিসেম্বর থেকে সরকারি স্কুলগুলোতে নির্বাচিত এসব শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম শুরু হবে। যা ২৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল দুপুরে সারাদেশের সরকারি স্কুলগুলোর ভর্তি লটারি কার্যক্রম সম্পন্ন হয়। কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (যঃঃঢ়://িি.িমংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ) -এ গিয়ে লটারির ফলাফল দেখতে পাচ্ছেন অভিভাবকরা। ভর্তির জন্য নির্বাচিতদের তালিকার পাশাপাশি একই সাথে অপেক্ষামান তালিকাও প্রকাশ করেছে মাউশি। এদিকে, সরকারি স্কুল ভর্তিতে লটারি গতকাল অনুষ্ঠিত হলেও বেসরকারি স্কুল ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।
কোন শ্রেণিতে কতজন সুযোগ পেল : এতদিন মহানগরে সরকারি স্কুলের সংখ্যা ৯টি থাকলেও গতবছর (২০২০ সাল) থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজও এ তালিকায় যুক্ত হয়েছে। এতে নগরীতে সরকারি স্কুলের সংখ্যা এখন দশটি। দশটি সরকারি স্কুলে এবার ৫ম থেকে ৯ম শ্রেণিতে মোট শূন্য আসন সংখ্যা ৩ হাজার ৮৬০টি। এর মধ্যে ৫ম শ্রেণিতে ১ হাজার ৯১০, ৬ষ্ঠ শ্রেণিতে ৭৩০, ৭ম শ্রেণিতে ১০, অষ্টমে ২৪৮ এবং নবম শ্রেণিতে ৯৬২ জন শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাচ্ছে। প্রতিটি শ্রেণিতে শূন্য আসনের সমান সংখ্যক (কোটাসহ) শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন।












